কলকাতা হাইকোর্টে এইট পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ
যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পাবেন। স্নাতক যোগ্যতার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। নির্ধারিত মানের (আন্তর্জাতিক/জাতীয়/ আন্তঃবিশ্ববিদ্যালয়/স্কুল এডুকেশনের ন্যাশনাল স্পোর্টস/গেমস) প্রতিযোগিতার অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলি বল, টেনিস, ওয়েটলিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, জুডো, রাইফেল শুটিং, কাবাডি, খো-খো খেলোয়াড়দের মেরিটোরিয়াস স্পোর্টসপার্সনের মধ্যে গণ্য করা হবে। বেতনক্রম: পে-ব্যান্ড ১ অনুযায়ী ৪,৯০০-১৬,২০০ টাকা + গ্রেড পে ১৭০০ টাকা ও অন্যান্য ভাতা। link for full details